বরগুনায় বিকাশে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা পুলিশ। সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বরগুনার আমতলীর টিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।আরো পড়ুন:বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দযুক্তরাষ্ট্রের সেনা পরিচয়ে প্রতারণা, হাকিমপুর পৌর যুবদল নেতা বহিষ্কার যুক্তরাষ্ট্রের সেনা পরিচয়ে প্রতারণা, হাকিমপুর পৌর যুবদল নেতা বহিষ্কার গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী নাসির উদ্দিনের ছেলে মো. সুজন (৩০), বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে আব্দুর রহমান (২৫) ও তার স্ত্রী সুমি (২২)। ডিবি পুলিশ জানায়, গত ১ মাস যাবত বরগুনা জেলার বিভিন্ন থানা হতে সাধারণ লোকজন বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকটি মামলা হয় বরগুনার...