টাকা, ডলার, হাতপাখা, চায়ের কাপ—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের (চাকসু) প্রচারণায় সৃজনশীলতার এমন বাহার দেখা মিলে ক্যাম্পাসের প্রতিটি জায়গায়। কেউ বানাচ্ছেন বিচারকের হাতুড়ির মতো লিফলেট, কেউ আবার পোস্টার সাজাচ্ছেন মানচিত্র বা সংবাদপত্রের আদলে। ছুটি শেষে ক্যাম্পাস খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে অভিনব প্রচারণার হিড়িক।কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ নির্বাচনে প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে প্রচার ও প্রচারণা চালাচ্ছেন। আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই প্রচারে বাধা হয়ে দাঁড়ায় পূজার বন্ধ। ছুটি শেষে ক্যাম্পাস খুললেও হাতে আছে মাত্র কয়েকটা দিন। প্রার্থীদের মাথায় রাখতে হচ্ছে বেঁধে দেওয়া সময়। এতে সব শিক্ষার্থীর কাছে নাম ও ব্যালট নম্বর পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচার ও প্রচারণা আরও উৎসবমুখর হয়ে উঠছে। শিক্ষার্থীদের নজর কাড়তে অনেক প্রার্থীই বেছে নিয়েছেন প্রচারণার নানা কৌশল। কেউ গাচ্ছেন গান,...