বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সেলিম। গ্রোয়িন ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারছেন না তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইনজুরির পর পুনর্বাসনের জন্য সেলিমকে বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারে পাঠানো হচ্ছে। সেলিমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার বিলাল সামি। ২৩ বছর বয়সী সেলিম এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন, দুটিই ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে। সবশেষ আফগানিস্তান দলের হয়ে মাঠে নামেন চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় অনুষ্ঠিত টেস্টে। সেটা ছিল তার একমাত্র টেস্ট ম্যাচ। তার বদলি হিসেবে দলে আসা ২১ বছর বয়সী সামি এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার নামের পাশে...