সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “তোমাদের মতো আমারো একটি স্বপ্ন আছে, একদিন এই দেশটি হবে শিশুদের জন্য। আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনার নেতৃত্ব দেবে।” সোমবার (৬ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ২০২৫ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:সুন্দর সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: ডা. বিধান রঞ্জনশিশু তায়েবা হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন সুন্দর সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: ডা. বিধান রঞ্জন শিশু তায়েবা হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন শারমীন এস মুরশিদ বলেন, “বিশ্ব শিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। এই স্লোগানকে সামনে রেখে এমন একটি দেশ গড়তে চাই,...