অনুমিত চিত্রনাট্যের মঞ্চায়নই দেখা গেল বিসিবি নির্বাচনে। বোর্ড পরিচালকের পদে লড়াই যা কিছু হয়েছে, সেখানো কোনো চমক নেই। বোর্ড সভাপতির দায়িত্বও আবার পেলেন আমিনুল ইসলাম বুলবুল। গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছিলেন আমিনুল। এবার ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি বিসিবি পরিচালক হন সোমবারের নির্বাচনে। এরপর সভাপতি পদের লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না সাবেক এই অধিনায়কের। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ২০তম প্রধান আমিনুল। তবে তার আগে একাধিকবার এই দায়িত্ব পেয়েছেন কেবল একজনই। চার দফায় বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান (পাপন)। প্রথমবার ২০১২ সালে সরকারের মনোনয়নের তিনি বোর্ড প্রধান হন। পরে টানা তিনবার নির্বাচিত হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সহ-সভাপতির দুটি পদেও কোনো নির্বাচন হয়নি। এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও...