নিহত রামিতা তাড়াইল উপজেলার কাজলা গ্রামের জহির আহমেদের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রামিতার চাচা মোশাহিদ জানান, সকালে কিশোরগঞ্জ থেকে পরিবারের সঙ্গে মৃত দাদাকে দেখতে বাড়ি ফিরছিল রামিতা। পথে সাকুয়া বাজারসংলগ্ন মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে রামিতা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায়...