পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় নদীতে খাজনা আদায়কে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকালে সাঁড়া সুইসগেট এলাকায় খাজনা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সাঁড়াঘাট এলাকার হোসেন আলীর ছেলে নিজাম (৩০) এবং একই এলাকার বাবলু হোসেনের ছেলে সজিব (২৫)। তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তরী মহলের ইজারা নিয়েছেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান। আর নদীতে চ্যানেল (নদীর মাঝে চলাচল নৌকা থেকে) ইজারা পান কুষ্টিয়া ভেড়ামারার গ্রুপঅন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পরিচালক খন্দকার সোহেল। সেই খাজনা আদায় নিয়ে বিরোধের জের ধরেই এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা আরও জানান, পদ্মা...