বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন ওয়াজিদ হাসান শাহ। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিকট তিনি যোগদান পত্র জমা দেন।আরো পড়ুন:বন্ডহোল্ডাররা পেলেন পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপননগদ লভ্যাংশ দিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বন্ডহোল্ডাররা পেলেন পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওয়াজিদ হাসান শাহ যুক্তরাষ্ট্রের ট্রুমান স্টেট ইউনিভার্সিটি থেকে বিএসসি (অর্থনীতি), মিসৌরি-কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ (অর্থনীতি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (উন্নয়ন ব্যবস্থাপনা) ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।...