রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তার স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় আলোচনার ঝড়। তবে এ বিষয়ে চুপ থাকলেও সোমবার (৬ অক্টোবর) আবু ত্বহা মোহাম্মদ আদনান এক ফেসবুক পোস্টে স্ত্রীর অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। আবু ত্বহা মোহাম্মদ আদনান ফেসবুক পোস্টে শুরুতেই বলেন, আমার প্রিয়তমা স্ত্রী সাবিকুন্নাহার অল্প সময়ের ব্যবধানেই দুটি ফেইসবুক পোস্ট করেছেন, দুটোই আমার প্রতি তার অপার ভালোবাসার নিদর্শন। হ্যাঁ সে ভুল করেছে, ভুল বুঝেছে। তার ক্বলব জানে সে ভুল। হয়তো নাবুঝেই সামান্য হলেও দ্বীনের ক্ষতি করে ফেলেছে। যদিও মহান আল্লাহর দ্বীন কোনো ব্যক্তি, ক্বওম বা মুখপেক্ষি নয়। সে অনুতপ্ত হয়েছে। ক্ষমা চেয়েছে। এটাই যথেষ্ট। স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে তিনি বলেন,...