বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এবং ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন। এর আগে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের উপস্থিতিতে সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে গুঞ্জন ছিল সহসভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিম প্রার্থী হবেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ফলে ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সহসভাপতির দায়িত্ব পান।একই দিনে পরিচালক নির্বাচনেও বিজয়ী হয়েছেন এই দুজন। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন ফারুক আহমেদ। আর বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুলভোটের চিত্রএই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে,...