ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে দীর্ঘদিন ধরে বিশেষ অঞ্চলের প্রভাবশালীদের মাধ্যমে “অবৈধ ও পক্ষপাতমূলক নিয়োগ” দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে সেই নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকালে ভালুকা উপজেলা শহরের ইসলামী ব্যাংক ভালুকা শাখার সামনে “বৈষম্যবিরোধী চাকুরীপ্রত্যাশী” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে প্রভাবশালী গোষ্ঠী—বিশেষ করে “ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গং”—অদক্ষ ও অনভিজ্ঞ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এতে মেধাবী চাকরিপ্রত্যাশীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংক খাতের স্বচ্ছতা ও পেশাগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকটি এখন জনবিশ্বাস হারাতে বসেছে। একসময় ইসলামী ব্যাংকে যোগ্যতা ও দক্ষতার...