রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ সারফেস-টু-এয়ার (আকাশ প্রতিরক্ষা) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রুশ সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন। নয়াদিল্লি হয় রাশিয়ার সঙ্গে যৌথভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়, নয়তো সরাসরি কিনতে চায়। কর্মকর্তারা আশা করছেন, ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের সময় এ চুক্তি স্বাক্ষর হতে পারে। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা আরও জানান, দেশটির বেসরকারি খাতকেও এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা রয়েছে— যাতে ভবিষ্যতে এস-৪০০ ক্ষেপণাস্ত্রগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের (এআরও) সুবিধা স্থানীয়ভাবে গড়ে তোলা যায়। ভারত ইতোমধ্যেই রাশিয়া থেকে কেনা ৫.৪৩ বিলিয়ন ডলারের চুক্তির তিনটি এস-৪০০ সিস্টেম গ্রহণ করেছে। বাকি দুটি ২০২৬ সালে সরবরাহ করার কথা। গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের...