মাঠে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির বিচারে দেশটির রাষ্ট্র সীমান্ত মি. রামিস সেনসহ চার সদস্যের উচ্চপর্যায়ের একটি দল সৌজন্য অনুষ্ঠান করেছে। আজ সোমবার বিকেলে ৩ আসনে বসন্ধে ইসলামীর অবস্থান আমি সামনের দিকে লক্ষ্য করে। দুই পক্ষের বাংলাদেশ ও তুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন। রাজনৈতিক বিভিন্ন সর্ম্পকে তুর্কি বিনিয়োগ বাড়াতে চাই এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর বিষয়ে গঠনমূলক মতবিময় হয়।...