নিহত মোটরসাইকেল আরোহী ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সাকুরা পরিবহনের একটি বাস। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পর তিনি...