শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। প্রথম ১২ বলে রানের দেখাই পাননি মার্নাস লাবুশেন। সেখান থেকে টানা দুই বলে চার মেরে গা ঝাড়া দেন তিনি। এরপর কেবলই সামনের পানে ছুটে যাওয়া। দারুণ ব্যাটিংয়ে দেড়শ ছোঁয়া ইনিংস উপহার দিয়ে টেস্ট দলে ফেরার দাবি জানিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান। ব্যর্থতার জাল ছিঁড়ে এভাবে বেরিয়ে আসতে পেরে এবং অসামান্য এক মাইলফলক ছুঁয়ে দীর্ঘদিনের সতীর্থ স্টিভেন স্মিথকে ধন্যবাদ জানালেন লাবুশেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে সোমবার ১৬০ রানের ইনিংস খেলেন কুইন্সল্যান্ড অধিনায়ক লাবুশেন। তাসমানিয়ার বিপক্ষে তার ২০৬ বলের ইনিংসটি গড়া ২ ছক্কা ও ১৯ চারে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লাবুশেনের ৩৩তম শতক। ইনিংসটির সৌজন্যে এই সংস্করণে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। মাস ছয়েক আগেও টেস্টে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য...