‘জীবন মানেই যন্ত্রণা’ একসময় এই বাস্তবভিত্তিক গানের মাধ্যমে জীবনের কঠিন সত্যকে তিনি সুরে বেঁধেছিলেন। আজ সেই গানের গীতিকার বাউল কবি ও গায়ক আব্দুস সালাম সরকার নিজেই জীবনের সেই যন্ত্রণার মুখোমুখি হয়ে লড়ছেন নিঃশব্দে। নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরশহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাড়িতে পা ভাঙা অবস্থায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এই প্রিয় শিল্পী। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার অভাবে এখন তার দিন কাটছে চরম কষ্টে, ওষুধের দাম, চিকিৎসা, সংসারের ব্যয় সবকিছুই যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। এক সময় এই মানুষটি গ্রামের মাটিতে মিশে থাকা ভালোবাসা, মানবতা ও আধ্যাত্মিকতার বাণী ছড়িয়ে দিয়েছেন তার বাউল গানে। মানুষের মুখে হাসি ফোটানো সেই শিল্পী আজ নিজেই বেদনায় নিমজ্জিত নিঃশব্দে গাইছেন কষ্টের গান। পরিবার সূত্রে জানা গেছে, দুই মাস আগে বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়।...