কিশোরগঞ্জের করিমগঞ্জের সিংরইল বিলে এবারো ফুটেছে পদ্ম ফুল। সে ফুলের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন সেখানে। তবে মূল রাস্তা থেকে বিলে যাওয়ার এক কিলোমিটার রাস্তার বেহাল দশায় চলাচলের অসুবিধা হচ্ছে পর্যটকদের। রাস্তাটি উন্নয়ন করলে বিলটি পর্যটক স্পট হয়ে উঠতে পারে। তাছাড়া রাস্তাটি পাকা করা হলে ওই বিলে কৃষকের উৎপাদিত পণ্য সহজেই পরিবহন করতে পারবে। কৃষকের উৎপাদন খরচ কমবে। দ্রুত রাস্তাটি পাকা করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নে খয়রতহাটি গ্রামের পিছনে সিংরইল বিলের অবস্থান। প্রায় ৭৫ একর জায়গা জুড়ে প্রকৃতিগত ভাবে গড়ে উঠেছে এ বিলটি। চারদিকে সবুজ শ্যামল গ্রামে ঘেরা বিলটি যেনো প্রকৃতির অপার সৃষ্টি। সিংরইল বিলে প্রতিবছরের মতো এবারো ফুটেছে লাখো গোলাপী পদ্মফুল। দূর থেকে বিলের দিকে চোখ ফেরাতেই যেন মন জুড়িয়ে...