গত বছর আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদের দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু বিপিএলের পেমেন্টে ইস্যুসহ নানা বিতর্কের জন্য সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে এবার নির্বাচনে অংশ নিয়ে আবারও বোর্ডে ফিরছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। একই পদে তার সঙ্গে রয়েছে আরেক পরিচালক সাখাওয়াত হোসেন। ক্যাটাগরি-১ থেকে পরিচালক হয়েছেন তিনি। আর ফারুক আহমেদ ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে বিজয়ী হন। এরপর ২৫ জন পরিচালকের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক ও সাখাওয়াত। অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমাকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। যেখানে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ২৩ প্রার্থী এবং দুইজন...