আজ সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে ভোট দেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে আগেই সরে দাঁড়ানো তামিম ইকবাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনের বিষয়ে লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’ বর্তমানে ব্যক্তিগত কাজে দেশের বাইরে আছেন উল্লেখ করে তামিম আরো লিখেছেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’ নাটকীয়তায় ভরা এবারের বিসিবি নির্বাচনে তামিম ইকবাল পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে প্রার্থীরা প্রত্যাহার করে নেন। বিসিবি প্রধান...