ঢাকা : বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন আইটেম গানেই অধিক পরিচিত। তার একেকটি আইটেম গানের দৃশ্যে তিনি অবতীর্ণ হন, আর সিনেমাপ্রেমী দর্শকরা সন্মোহিত হয়ে যান। এর মধ্যেই ‘গফুর’ গানে অভিনেত্রীর নাচ দেখে চোখের পলক ফেলতে পারছেন না ভক্তরা, এমনই চেহারা বানিয়েছেন তামান্না।চেহারা আকর্ষণীয় বোঝাতে অনেক সময়েই তার তুলনা টানা হয় বালুঘড়ির সঙ্গে। এ মুহূর্তে বলিভক্তরা তেমন চেহারার কথা হলে একজনের নামই ভাবতে পারছেন তিনি হচ্ছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।কারণ তার শেষ আইটেম গানটি ছিল শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজে ‘গফুর’ গানের দৃশ্য। অভিনেত্রীর নাচের বদৌলতে সেই গান ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কারণ তামান্না ভাটিয়া সেখানে চেহারায় ও নাচের বিভঙ্গে, শরীরী মোচড়ে আগের সব গানের রেকর্ড ভেঙে দিয়েছেন।‘আজ কি রাত’ কিংবা ‘নশা’-র মতো আইটেম ড্যান্সের দৃশ্যের থেকেও অনেক বেশি...