০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগের ক্যাটাগরি-১ থেকে (জেলা ও বিভাগ) নির্বাচিত হয়েছেন বুলবুল ও ফাহিম। দু’জনই ১৫টি করে ভোট পেয়েছেন। এছাড়াও, রাজশাহী বিভাগ থেকে মুখলেছুর রহমান ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগ থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান। রংপুরে হাসানুজ্জামানের প্রতিদ্বন্দ্বি শাহাদাত সজল পেয়েছেন মাত্র ১ ভোট। ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জলুফিকার আলি খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহেমেদ...