পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইউপি সদস্য জামাল উদ্দিনের সঙ্গে একই এলাকার জসিম উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি ও সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রোববার রাতে তিনি বানিহালা গ্রামের দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় মেয়েকে খাবার দিতে যান। খাবার দিয়ে ফেরার পথে মাদ্রাসার সামনের রাস্তায় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় বলে জানা যায়। দুর্বৃত্তরা তাকে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় জামাল উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নলচাপড়া গ্রামের ইছমাইলের ছেলে কছিম উদ্দিন (৫৫) ও মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। তারাকান্দা থানার...