ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ ও জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।গত সপ্তাহে গাজামুখী ফ্লোটিলার ৪০টির বেশি নৌযানকে সাগরে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। নৌযানগুলোতে থাকা প্রায় ৪৭০ জন মানবাধিকারকর্মীকে আটক করা হয়। পরে অনেক সদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তবে আটককেন্দ্রে থাকা অবস্থায় কিছু কর্মী অভিযোগ করেছেন, তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করা হয়েছিল।ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলার অভিযানকে ‘পিআর স্টান্ট’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত মানবাধিকারকর্মীদের আইনগত অধিকার রক্ষা করা হয়েছে এবং কর্মীরা মিথ্যা প্রচার চালাচ্ছেন।এবারের ঘটনায় গ্রেটা থুনবার্গকে দ্বিতীয়বার ফেরত পাঠানো হলো। এর আগে তিনি সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল...