ঢাকা:রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির ভুয়া মালিক সেজে প্রতারণা করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় মো. সেলিম শেখ (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম। প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রোববার ( ৫ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স লিমিটেড’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে...