আসামের রাজপুত্র খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে গোটা ভারত শোকস্তব্ধ। তার মৃত্যু প্রায় আড়াই সপ্তাহ পেরিয়ে গেলেও ভক্তরা সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। আসাম, হিন্দি, বাংলাসহ একাধিক ভাষার গান গেয়েছেন জুবিন। গান ছাড়াও তিনি পশু-প্রাণীর প্রতি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল। এই মহা গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে আসাম সরকার। কাজিরাঙা জাতীয় উদ্যানের সদ্যজাত একটি হাতির বাচ্চার নামকরণ করা হয়েছে জুবিনের একটি জনপ্রিয় গানের নামে। নামটি হলো ‘মায়াবিনী’। শনিবার (৪ অক্টোবর) বিশ্ব পশু দিবসে কাজিরাঙা জাতীয় উদ্যানে জন্ম নেয় এক হাতিশাবক। জঙ্গলের সবচেয়ে আদুরে হাতি কুঁয়ারি মা এদিন সন্তানকে পৃথিবীতে এনেছেন। আশেপাশের আনন্দের পরিবেশ যেন পরিবারে নতুন অতিথির আগমনকে স্মরণ করিয়ে দিচ্ছে। আসামের বনমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘হাতি শাবকটির...