বরিশালে অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ; যার মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার দুপুরে শহরের অ্যাডভোকেট হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে তাদের জন্ম হয় বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিকেল অফিসার চিকিৎসক আবু জাফর। বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে খুশি লামিয়া আক্তার (২২)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী। লামিয়া আক্তার বলেন, পাঁচ বছর আগে তার বিয়ে হয়। তিনি জানতেন গর্ভে তিন সন্তান রয়েছে। সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে একে একে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। একসঙ্গে পাঁচ সন্তান পেয়ে খুশি স্বজনরাও । পাঁচ সন্তানের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। চিকিৎসক আবু জাফর বলেন, “চিকিৎসক মশিউর রহমানের অধীনে রোগী ভর্তি...