যশোর: শহরের চোরমারা দিঘিরপাড় এলাকায় একটি বসতঘরের মাটি খুঁড়ে ছয়শ’ পিস ইয়াবা উদ্ধার করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৬ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, তারা খবর পায় চোরমারা দিঘির পশ্চিমপাড়ে মৃত কোরবান গাজীর ছেলে গোলজার গাজী (৫২) নিজের বসতবাড়িতে ইয়াবা ট্যাবলেট মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এরপর তারা সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোলজার গাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, তার মায়ের শয়নকক্ষের মেঝের নিচে ইয়াবা পুঁতে রাখা আছে। পরে...