নবজাতকদের মা লামিয়া আক্তার বলেন, পাঁচ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু সন্তান হচ্ছিল না। এ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। পরে গর্ভে সন্তান আসে। পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি গর্ভে যমজ তিন সন্তান রয়েছে। এতেই খুশি ছিলাম। কিন্তু প্রসবের পর জানতে পেরেছি আমার তিন ছেলে এবং দুই মেয়ে সন্তান হয়েছে।বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমানতিনি আরও বলেন, এটি আমার জন্য অনেক আনন্দের খবর। সবাই দোয়া করবেন আমার পাঁচ সন্তান যেন সুস্থ এবং ভালো থাকে।একইভাবে এক সঙ্গে পাঁচ সন্তানের বাবা হতে পেরে আনন্দিত সোহেল হাওলাদার। তিনি বলেন, আমি এবং আমার পরিবার অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমার পাঁচ সন্তান এবং ওদের মাকে সুস্থ রাখেন।বরিশাল ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, মা ও নবজাতক...