মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের বড় অংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রথমে পানি ও বিদ্যুতের ঘাটতির প্রতিবাদে আন্দোলন শুরু করলেও পরে তা সরকারের দুর্নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে এটি দেশটির সবচেয়ে বড় গণআন্দোলন। কেনিয়া ও নেপালের তরুণ প্রজন্মের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরাও রাস্তায় নেমেছে। ‘জেনারেশন জেড (জেন জি) নামে পরিচিত এই তরুণ আন্দোলনের মাধ্যমে দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে। মালাগাসি টেলিভিশন স্টেশনগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় টোলিয়ারা এবং উত্তরাঞ্চলীয় দিয়েগো সুয়ারেজ শহরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট রাজোয়েলিনা মন্ত্রিসভা ভেঙে দেন,...