বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক এই সভাপতি। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বরিশাল বিভাগের ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সাখাওয়াত হোসেন। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন নির্বাচিত হন। বিসিবির ৩টি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। বাকি ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় নির্বাচিত হয়েছেন। তামিম ইকবাল মনোনয়ন প্রত্যাহার করায় অনেকটা অনুমিতই ছিল যে বুলবুলই সভাপতি হতে যাচ্ছেন। অবশেষে সেটাই হলো। সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি কোনো পরিচালক। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন...