সোমবার সকালে ঢাকায় এসে বিকাল পাঁচটার জাতীয় দলের অনুশীলনে উপস্থিত হন হামজা চৌধুরী। চোখে-মুখে ক্লান্তির কোনও ছাপ নেই, ফুরফুরে! আগের মতোই হাসিখুশি দেখা গেলো লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ভ্রমণ-ক্লান্তি বিবেচনায় নিয়েই জাতীয় স্টেডিয়ামে সোমবার হামজাকে অনুশীলনে নামানোর ক্ষেত্রে একটু দোটানা ছিল কোচ হাভিয়ের কাবরেরার। তবে দলের সূত্রের খবর, হামজা নাকি নিজেই চেয়েছেন সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে। হাতে সময় কম। দলের সঙ্গে গুছিয়ে নিতে তাই বিকালেই মাঠে নেমে পড়া। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ আগামী বৃহস্পতিবার। ‘সি’ গ্রুপের টেবিলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের জন্য ঘরের মাঠের আসন্ন ম্যাচটি হয়ে উঠেছে ‘ডু অর ডাই ম্যাচ’। এই ম্যাচে হারলে বাছাই পর্ব পেরুনোর স্বপ্ন ফিকে হয়ে যাবে অনেকটাই। হামজা হয়তো তা বুঝেই টিম হোটেলে উঠে ভিডিও...