বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর অনুষ্ঠিত হয় সভাপতি নির্বাচন।আগেই অনুমান করা হচ্ছিল, সভাপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল। কারণ তার প্রধান প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর নির্বাচনেও বুলবুলকে কেউ চ্যালেঞ্জ করেননি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। বুলবুলের ব্যাপারটি অনুমিত ছিল ঠিকই, কিন্তু সহসভাপতি পদে কারা আসছেন, তা নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। অবশেষে ফলাফল ঘোষণার পর জানা গেল, সহ-সভাপতির দুই পদে বসতে যাচ্ছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট সংগঠক শাখাওয়াত হোসেন। নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বুলবুল ও শাখাওয়াত। অন্যদিকে, ক্লাব পর্যায়ের ক্যাটাগরি-২ থেকে জয়ী হয়েছেন ফারুক...