চট্টগ্রাম:দৈত্যাকার হাতি আকাশে ভাসছে। অক্টোপাস সাঁতার কাটছে বায়ুসাগরে।তিন তলা ফানুস, চৌকোনা ফানুস। ফানুসে লেখা বুদ্ধের অমর বাণী, ছবি।কোনোটাতে আবার বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম নানা থিমের, বৈচিত্র্যময় নকশার ফানুস উড়েছে নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির থেকে। ফানুসের আলোতে রঙিন হয়ে যায় চট্টগ্রামের আকাশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাজার হাজার তরুণ-তরুণী ফানুস উৎসবে মেতে ওঠেন। আলোর বানে ঢোলের তালে তালে নেচে গেয়ে তারা উচ্ছ্বাসের জানান দেন। ছিল আতশবাজির ফোয়ারা আর আগুনের খেলাও। সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের ব্যানারে বৌদ্ধ মন্দির চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমার সামনে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। অপূর্ব দৃশ্য। যেভাবে জমায়েত হয়েছে এ উৎসব চট্টগ্রামের ইতিহাসে বিরল ঘটনা। যে আনন্দঘন...