ফেনীতে ৮ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার ঘটনায় অপর শিশুকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এএনএম মোর্শেদ খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কিশোরের নাম ওমর আলী হায়দার। ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের কামলা বাড়ির মোমিনুল হকের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর বাড়ির পাশে বক ধরাকে কেন্দ্র করে কামলা বাড়ির রিপনের ছেলে মো. রিপাত হোসেনের সঙ্গে আলী হায়দারের ঝগড়া বাধে। এক পর্যায়ে ওমর আলী হায়দার গলা টিপে ধরলে ৮ বছর বয়সি রিফাতের মৃত্যু হয়। রাত পর্যন্ত রিফাতের সন্ধান না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওমর আলীর সহযোগিতায় বেলালের...