০৬ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদ জনগণের ভোটের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তৈরি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ (৩) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত ২০১৪,২০১৮ ও ২০২৪ সে যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে কেউ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থী...