জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য জিডিপির অন্তত পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য জিডিপির অন্তত পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ মাত্র এক দশমিক সাত এক শতাংশ, যা দিয়ে মানসম্মত শিক্ষা ও দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সোমবার (৬ অক্টোবর)রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষাডটকম কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এডুকেশন রিফরম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ভিসি বলেন, “রাষ্ট্র শিক্ষাখাতকে গুরুত্ব না দেয়ায় শিক্ষকদের মর্যাদা কমে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এ অবস্থা পরিবর্তনে কাজ করছে।তিনি জানান, অধিভুক্ত কলেজগুলোর পরিচালনা পর্ষদে শিক্ষকদের ভূমিকা...