রাজশাহীর চারঘাট উপজেলায় দেড় দশক আগে পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনায় করা মামলাকে ‘রাজনৈতিক মামলা’ দেখিয়ে প্রত্যাহারের আবেদন করার অভিযোগ ওঠেছে। মামলার বাদীপক্ষ অভিযোগ করেছেন, আসামিপক্ষের সেই আবেদনে ‘জোর সুপারিশ’ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। অভিযোগের বিষয়ে কেনো মন্তব্য না করে আবু সাঈদ এলাকায় খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার দুপুরে রাজশাহী সিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাদীপক্ষ দাবি করেছে, মামলাটি রাজনৈতিক নয়; বরং দীর্ঘদিনের জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে। মামলার এজাহারের বরাতে সংবাদ সম্মেলনে বাদী রঞ্জু আহমেদ বলেছেন, ২০০৯ সালের ৬ অক্টোবর তিনি, তার ভাই মন্টু আহমেদ ও বাবা শামসুল হক মোটরসাইকেলে করে রায়পুর গ্রাম থেকে বাজারে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে মন্টু আহমেদ নিহত হন এবং বাবা শামসুল হক আহত হন। পরদিন...