মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার মূল দুই আসামি মো. সেন্টু ওরফে স্বাধীন (৩০) ও মো. জাহাঙ্গীর (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। জনরোষ ও গ্রেপ্তার আতঙ্কে তারা সোমবার (৬ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে সদর থানা পুলিশ তাদের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আসামি দুজনই আঠালিয়া গ্রামের মিনহাজ উদ্দিন ওরফে মিনা বেপারীর ছেলে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেএমও তৌফিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা থেকে আসামিদের সিংগাইর থানায় সোপর্দ করা হয়। তিনি আরও জানান, এর আগে মামলার এজাহারভুক্ত চার আসামি—বাচ্চু বেপারী, তার মেয়ে পাখি আক্তার, স্ত্রী হাসেদা আক্তার ও হোসনেরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত শনিবার (৪...