চাকসু নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা। এর সাথে যোগ হয়েছে পূজার দীর্ঘ ছুটি। তাতে নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে অনেকেই বহুল প্রতীক্ষিত এই নির্বাচন উৎসবমুখর হবে বলেই মনে করছে। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে। চাকসুর মোট ভোটার প্রায় ২৭ হাজার। এর মধ্যে অনাবাসিক ১৯ হাজার। অনাবাসিক এসব শিক্ষার্থীর মধ্যে কিছু থাকেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন বাড়ি ভাড়া করে। এর বাইরে প্রায় ১৪ হাজার অবস্থান করে চট্টগ্রাম শহরে। শহর থেকে ক্যাম্পাসের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। দুর্গাপূজার বন্ধ শেষে গেল রোববার ক্যাম্পাস খুললেও ক্লাস-পরীক্ষা না থাকায় অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে আসেনি এখনও। এসব শিক্ষার্থী ভোটের আগে ক্যাম্পাসে ফিরবে...