সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। গত আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। মাসিক হিসাবে এ হার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করছে। সোমবার ৬ অক্টোবর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিএসের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ, বছরওয়ারি হিসাবে মূল্যস্ফীতির চাপ কিছুটা হ্রাস পেলেও মাসওয়ারি ভিত্তিতে তা আবার বৃদ্ধি পেয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে, যা আগস্টে ছিল ৭...