রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহৃত হবার পর মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে মো. মকবুল (৩৮) নামের এক মাংস ব্যবসায়ীকে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থেকে তাকে অপহরণ করা হয়। মুক্তিপণ পেয়ে দুপুরে মকবুলকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুরে ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্বজনরা সেখান গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বিকালে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপহৃতের বড় ভাই শাহ আলম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলমপুরা গ্রামের বাসিন্দা তারা। তার ভাই মকবুল পেশায় কসাই। তিনি বিভিন্ন স্থান থেকে গরু খাসি কাটার পর ভুঁড়ি সংগ্রহ করে। পরে এলাকায় নিয়ে এসে বিক্রি করেন। শাহ আলম বলেন, ‘সকালে মকবুল মানিকনগর এলাকায় একটি গরু কাটার কাজে যাচ্ছিল। পথে যাত্রাবাড়ী এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাসে করে কয়েকজন অপহরণকারী এসে...