ইংল্যান্ড থেকে সিলেট, এরপর সিলেট থেকে ঢাকা। লম্বা ভ্রমণ শেষে সাড়ে ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হয়ে ওঠেন টিম হোটেলে। পরে বিকাল পাঁচটার অনুশীলনে হাজির হামজা চৌধুরী। চোখে-মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, বেশ প্রাণবন্ত ভাব! বরাবরের মতো হাসিখুশি দেখা গেল লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। ভ্রমণের ক্লান্তি বিবেচনায় নিয়েই জাতীয় স্টেডিয়ামে সোমবার হামজাকে অনুশীলনে নামানোর ক্ষেত্রে একটু দোটানা ছিল কোচ হাভিয়ের কাবরেরার। তবে দলের সূত্রের খবর, হামজা নাকি নিজেই চেয়েছেন সতীর্থদের সাথে প্রস্তুতি নিতে। কারণটাও পরিষ্কার, সবকিছু গুছিয়ে নিতে খুব বেশি সময় যে নেই হাতে। এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ আগামী বৃহস্পতিবার। ‘সি’ গ্রুপের টেবিলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের জন্য ঘরের মাঠের আসছে ম্যাচটি হয়ে উঠেছে ‘বাঁচা-মরার লড়াই’। কেননা, এই ম্যাচে হারলে...