শহিদ জয় যশোর :বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অভিযানে ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তা ও এক এনজিও সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দুদক যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল এ অভিযান চালায়। দুদকের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে গ্রেফতার করে দুদক দল। গোপন সূত্রে খবর পাওয়া যায়, কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য চলছে এবং বিপুল অংকের...