০৬ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি হামাসের সাড়ায় সতর্ক সমর্থন প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রস্তাবটির বিপজ্জনক মাত্রা এবং ইসরায়েলের পূর্বের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা সম্পর্কে সতর্ক করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ, দখলদার ইহুদিবাদী সেনাবাহিনীর গাজা থেকে প্রত্যাহার, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান, মানবিক সাহায্য প্রবেশ এবং গাজার পুনর্গঠনের পক্ষে ইরান যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে, ইরান যুদ্ধবিরতি পরিকল্পনা এবং এই পরিকল্পনার বিপজ্জনক দিকগুলি ঘিরে থাকা ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। দেশটি ইসরায়েলের বাধা (শান্তি প্রচেষ্টায়) এবং প্রতিশ্রুতি পালনে দেশটির খারাপ নজির – বিশেষ করে এই শাসনের সম্প্রসারণবাদী এবং বর্ণবাদী চক্রান্তের বিরুদ্ধেও সতর্ক করেছে। ঝুঁকি সত্ত্বেও, ইরানের তরফ থেকে বলা হয়েছে,...