সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের সচিবসহ পেনশন পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান আলোচ্য বিষয়সমূহ সভায় উপস্থাপন করেন। পরিচলনা পর্ষদের সদস্যরা আলোচনায় অংশ নেন এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, জাতীয় পেনশন স্কিমে গত ৩০ জুন পর্যন্ত সর্বমোট তিন লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতার মাসিক চাঁদা এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। জমাকৃত অর্থের ২০২৪-২৫ অর্থ বছরের...