আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মোগওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে দুই নেতা বাংলাদেশসহ বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মোগওয়েকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান গুরুত্বপূর্ণ সময়ে আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে আমি অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গে দেখা করেছি। আমি তাদের সবাইকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছি, কারণ আমাদের দেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।” প্রধান উপদেষ্টা বলেন, “প্রতিটি সফর উপেক্ষিত বিষয়গুলো সামনে আনে এবং আমাদের তা নিয়ে ভাবতে বাধ্য করে।” বৈঠকে তিনি প্রয়াত বন্ধু আর্চবিশপ ডেসমন্ড টুটুর কথাও স্মরণ...