নিরুত্তাপ নির্বাচন, কারা জয়ী হচ্ছেন, সেটাও অনেকটাই জানা ছিল সবার। বিসিবির নির্বাচনের ফল নিয়েও ছিল না তেমন কোনো কৌতূহল। নির্বাচন কমিশনের ঘোষণাটা তাই হয়ে পড়েছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে অন্য দুই ক্যাটাগরিতে প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও নির্বাচনের ময়দানে ছিলেন ক্যাটাগরি-৩ এর দুই প্রার্থী দেবব্রত পাল ও খালেদ মাসুদ। সেখানেও বেশ অসম লড়াইই হয়েছে। ৪৫টি ভোটের মধ্যে এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৪৩টি, যার একটি বাতিল হয়েছে। বাকি ৪২ ভোটের ৩৫টি পেয়ে ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তাঁর প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। খেলোয়াড়ি জীবন শেষে কোচ এবং ব্যবসায়ীর ভূমিকায়ই এত দিন ছিলেন মাসুদ। এবার হলেন বোর্ড পরিচালক। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই নির্বাচনে ‘ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তির...