দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবারও প্রাণ ফিরেছে রাকসু নির্বাচনে। পূজার ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। রোববার সকাল থেকেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা।তবে এই উৎসবমুখর আবহেও ভর করেছে শঙ্কা; অমীমাংসিত পোষ্য কোটা ইস্যু ও শিক্ষকদের কর্মবিরতির আশঙ্কা এখনও কাটেনি। ফলে ১৬ অক্টোবরের নির্বাচনের আগেই অনিশ্চয়তা রয়ে গেছে।ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে প্রচারণার জোয়ার বইছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা লিফলেট বিতরণ করে নিজেদের ইশতেহার তুলে ধরছেন। তবে ছুটির পরও অনেক শিক্ষার্থী এখনো না ফেরায় প্রচারণা কিছুটা মন্থর।প্রার্থীরা বলছেন, ৩৪ বছর পর রাকসু নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া মিলছে। কিন্তু পোষ্য কোটা এবং শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির আশঙ্কা তাদের মনেও অনিশ্চয়তা তৈরি করেছে।‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী ফাহিম...