স্বাধীনতার ৫৪ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা না হওয়ায় মুক্তিযোদ্ধাদের নিয়ে জনমনে বিভ্রান্তি বিরাজ করছে। ঠিক তেমনি সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ২১০ মে.ও. তাপ উৎপাদন কেন্দ্রের ইলেক্ট্রিশিয়ান নিতাই চন্দ্র সরকার নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন। তার বেসামরিক গেজেট নং- ৭২৩৭। সে প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে এলাকাবাসীর মাঝে। নিতাই চন্দ্র সরকারের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ২৭ আগষ্ট ১৯৬৬। মাত্র ৫ বছর বয়সের শিশু নিতাই চন্দ্র সরকার কিভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। জানা যায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মৈশামুড়ার নাগারপাড়া এলাকার মৃত সাধু চরন সরকারের ছেলে নিতাই চন্দ্র সরকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অধীনে সিদ্ধিরগঞ্জ ২১০ মে. ও. বিদ্যুৎ কেন্দ্রে ইলেক্ট্রিশিয়ান ‘সি’ পদে কর্মরত রয়েছেন। তার এমপ্লয়ী আইডি নং-১৪০০১৪১২০। বেতন ভাতা...