অনেকেই ভাবেন, আঁটসাঁট অন্তর্বাস—বিশেষ করে ব্রা—দীর্ঘক্ষণ পরলে শরীরে টক্সিন জমে যায় এবং তাতে ক্যানসারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে স্তন ক্যানসার নিয়ে এমন ধারণা অনেকের মধ্যেই ছড়িয়ে আছে। কিন্তু এই বিশ্বাসের পিছনে আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।চলুন বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিই।অন্তর্বাস পরা আর স্তন ক্যানসারের কোনো সম্পর্ক নেইচিকিৎসকদের মতে, কোনো ধরনের অন্তর্বাস, যেমন অন্তর্বাস বা আন্ডারওয়্যার, ক্যানসারের কারণ হয় না। ১৯৯৫ সালে প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছিল, অন্তর্বাস স্তনের লিম্ফ প্রবাহে বাধা দেয় এবং তাতে ক্যানসারের ঝুঁকি বাড়ে। কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা গেছে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।বিশ্বখ্যাত ফ্রেড হাচিনসন ক্যানসার সেন্টার ২০১৪ সালে একটি গবেষণা চালায় ১,৫০০ নারীর ওপর। সেখানে প্রমাণিত হয়- অন্তর্বাস পরা বা না পরা, কত ঘণ্টা পরে থাকেন, কী ধরণের ব্রা পরেন—এর কোনো কিছুর সঙ্গেই...